পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নির্দেশ দেয়া হয়েছে হল ছাড়ার।
১১ মে পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। দুপুরে ৫ শিক্ষার্থীকে বহিস্কারের সুপারিশ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্যসহ কর্মকর্তারা। এ সময় ছাত্রদের ওপর পুলিশ কয়েক দফা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এর আগে ফেসবুকে উপাচার্য, শিক্ষক ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সোমবার ২৮ ছাত্রের নামে দুটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।