মালিকদের সদিচ্ছার অভাব এবং সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় বারবার সময়সীমা বেধে দিয়েও ট্যানারি স্থানান্তর করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সহ সভাপতি সৈয়দ আবুল মুকসুদ। মঙ্গলবার চামড়া শিল্প সাভার স্থানান্তর নিয়ে ঢাকা রির্পোটারর্স ইউনিটিতে আয়োজতি গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
এসময় আরো জানানো হয়, সরকার কয়েক দফা আল্টিমেটাম দিলেও নিজেদের অবস্থানে ঠিক থাকতে পারছে না। অনেকটা ধীরগতিতে এগুচ্ছে সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারি নির্মাণ কাজ। যে কারণে পুরোদমে সাভারের চামড়া শিল্পনগরী চালু করতে আরো বেশ সময় নিবেন ট্যানারি মালিকরা।
বৈঠকে চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক জানান, ১৫৫টি ট্যানারির মধ্যে এখন পর্যন্ত সাভারে ৩০ টি ট্যানারি চামড়া প্রক্রিয়া করণের জন্য ট্যানিং ড্রাম স্থাপন করেছেন। এছাড়া ৯৭টি ট্যানারিকে বিদ্যুৎ সংযোগের জন্য ডিমান্ড নোট দেয়া হয়েছে। আর গ্যাস সংযোগ পেতে আবেদন করেছেন ৬৩ কারখানা মালিক।