নাটোর নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির উপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অর্থ বিভাগের সরকারী আয়ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে শহরের পিটিআই সম্মেলন কক্ষে দু’দিনব্যপী প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব(বাজেট) আব্দুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়দুজ্জামান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম,জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টস গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ।
প্রশিক্ষণে সরকারী দপ্তরের ৭০ জন আয়ন-ব্যয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ