প্রচণ্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু রাজধানীই নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে।

পানীয় গ্রহণে অসতর্কতাসহ নানান কারণকে দায়ী করে এক্ষেত্রে সচেতনতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কলেরা হাসপাতালে আসা চল্লিশোর্ধ্ব নাজমা বেগম এভাবেই জানাচ্ছিলেন তার অসুস্থতার কথা। তার মতো প্রায় ৫০০ ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে। যা এখানকার স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশী।

প্রতিদিনই ১৫০ থেকে ২০০ রোগী ভর্তি হচ্ছেন এখানে। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। এজন্য প্রচণ্ড গরমকে দায়ী করছেন অভিভাবকরা। গ্রীষ্মের প্রচণ্ড গরম আর খাবার গ্রহণের অসতর্কতার কারণে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে ডায়রিয়ায় আক্রান্তের হার অনেকটাই বেশী। কলেরা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ড. রফিকুল ইসলাম বলেন, খাবার গ্রহণে বাড়তি সচেতনতাই পারে এই রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে।

ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। তাই, এ রোগ থেকে বাঁচতে নিশ্চিত করতে হবে খাবার এবং পানীয়ের উৎসের বিশুদ্ধতা। মাথায় রাখতে হবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে