রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পালন হচ্ছে এই হরতাল। অর্ধদিবস হরতাল পালনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। এরা প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’র নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাভারে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে পাঁচ জন। এ সময় আটক করা হয় আরো ৫ জনকে।
সকালে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন ছাত্র সংগঠন। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরীগেইট এলাকায় তনু হত্যার বিচারের দাবীতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীরা। এসময় অবরোধ সরিয়ে ফেলতে পুলিশের লাঠিপেটায় আহত হন পাঁচ শিক্ষার্থী। কুমিল্লাতে তনু হত্যাসহ গুম-খুন-ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন হচ্ছে ঢিলেঢালা ভাবে।
তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের সামনে অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। সোমবার সকালে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’র ডাকে এই হরতাল পালনের সময় পুলিশ তাদের আটক করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য তন্ময় ধর বিডি টাইম্স নিউজকে বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছিল নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে পুলিশ আমাদের কর্মসূচির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে ও বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশ অবস্থান করছে।