একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলায় মনোনয়ন প্রত্যাশীদের ক্রমাগত কর্মকাণ্ডে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তৎপর হয়ে উঠছেন, ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, পোস্টারে। সেইসাথে সভা, সমাবেশ আর পথসভার মাধ্যমে চলছে জনগণের দৃষ্টি আকর্ষনের চেষ্টা। চলছে মনোনয়ন নিয়েও জল্পনা কল্পনা। সবগুলো আসনেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী সরব থাকলেও সে তুলনায় নিরব বিএনপি।
আয়তনে ১৮৯৬.০৫ বর্গ কি.মি এ ৭টি উপজেলা নিয়ে গঠিত এ জেলায় রয়েছে ৪টি সংসদীয় আসন। লালপুর-বাগাতিপাড়া মিলে নাটোর-১, সদর ও নলডাঙ্গা মিলে ২, সিংড়া ৩ এবং গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসন। সবমিলিয়ে ভোটার সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৬৪৫ জন । নতুন ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৮৪ জন। একসময়ের বিএনপির ঘাটি নবম ও দশম জাতীয় সংসদে জেলার সবগুলো আসনই দখলে নেয় আওয়ামী লীগ। এবার ক্ষমতাসীনদের জন্য চিন্তার বিষয়, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী। ৪টি সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অন্তত ৪০জন হলেও আওয়ামী লীগ নেতাদের আশা, কেন্দ্রের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবেন সবাই। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহনের বিষয়টি ঘরোয়া কর্মসূচিতেই সীমাবদ্ধ এ দলটির নেতাদের আশা; নির্যাতনে অতিষ্ঠ জনগণ ভোটের সুযোগ পেলে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেবে।
এদিকে সব দলের অংশগ্রহণে উৎসব মুখর ভোট চান জেলার সচেতন নাগরিক সমাজ। আর যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার প্রত্যাশা ভোটারদের। বড় দুই দলের বাইরে কয়েকটি দলের প্রার্থীরাও জনসংযোগ চালাচ্ছেন নির্বাচনি এলাকায়।
প্রসেনজিত কুমার,
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ