সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বুধবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এ কারণে বুধবার রাত থেকে আজ সকালেও সদরঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে সব কার্যক্রম। বরিশালে নদীবন্দর থেকে যাত্রী ও পণ্যবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে চট্টগ্রামে নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দরের বহির্নঙ্গরে সব ধরণের পণ্য উঠানামা বন্ধ রয়েছে।
শ্রমিকদের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে সর্বনিম্ন মজুরী ১০ হাজার টাকাসহ জাতীয় বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে নৌ শ্রমিকদের মজুরী কাঠামো নির্ধারণ, উৎসবভাতা, নৌ-শ্রমিকদের পরিচয়পত্র-নিয়োগপত্র প্রদানসহ আরো বেশ কিছু দাবি। এদিকে, রাজধানীতে আজ বিকাল ৩ টায় সরকার, মালিকপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেছেন, তিনপক্ষের সমন্বিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।