নওগাঁয় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনার মধ্যদিয়ে “একুশের পরিষদ নওগাঁ’র” ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ অক্টোবর ) বিকেলে শহরের কেডি স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠটির সভাপতি আব্দুল বারী। এ সময় জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

একুশের পরিষদ নওগাঁ নামে এই সংগঠনটি ১৯৮৪ সালে সৃষ্টির পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরে আসছে। এ ছাড়া নওগাঁ জেলা ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করেও বেশ সুনাম কুড়িয়েছে সংগঠনটি। আলোচনার আগে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে