নওগাঁ প্রতিনিধিঃ ঢাকায় সড়ক দূর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ (০২আগষ্ট) বৃহস্পতিবার নওগাঁয় সাধারন ছাত্রছাত্রীদের এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শহরের মুক্তিরমোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা স্কুল, পি এম বালিকা উচ্চ নবিদ্যালয়, সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁ সরকারী কলেজ, পলিটেকনিক ইনষ্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহন করে।
সড়ক দুর্ঘটনার দায়ী বাসচালকরে বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়ে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সরকারী কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান, পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থী ফজলে রাব্বী, পিএম বালিকা উচ্চ ্িদ্যালয়ের শিক্ষার্থী মায়া, জেলা স্কুলের শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
পরে তারা একটি মিছলসহ গিয়ে জেলা প্রশাসক বরাবর নিরাপদ সড়ক চাই দুর্ঘটনা কবলিত বাসের চালককে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ ।। বিডি টাইমস নিউজ