আগামী বাজেটের অর্থ জোগাড় করতে রাজস্ব আদায় গতিশীল করার ওপর আরো জোর দিতে চায় সরকার। বাড়ানো হবে করদাতার সংখ্যা। সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টেলিভিশন আয়োজিত রাজস্ব ও বাজেট আলোচনায় এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ তৈরী, কর ফাঁকি বন্ধসহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা।
বাজেট নিয়ে আলোচনায় ব্যবসায়ী, বিশ্লেষক ও সাধারণ মানুষের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।বাজেটে প্রায় দুই লাখ চল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যকে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। এজন্য তারা বিনিয়োগ বান্ধব পরিবেশ, কালো টাকা সাদা করার সুযোগ দেয়া ও কর্পোরেট কর কমানোর সুপারিশ করেন।
খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কর ফাঁকি বন্ধ, সিগারেটের ওপর কর বাড়ানো, করের আওতা বাড়ানো, তেলের দাম কমানোর সুপারিশও এসেছে। তিন লাখ ৪০ হাজার টাকার উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী। কর্পোরেট কর সহনীয় করার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। তবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দেশ থেকে টাকা পাচার বন্ধে জোরাল পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।