ক্যাবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক আলোচনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকার লেডিস ক্লাবে। নানা দাবিদাবার পরিপেক্ষিতে সারা বাংলাদেশের ক্যাবল অপারেটরদের অংশগ্রহনের সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল বলেন, বৈষম্য দূর করার এই সময়ে ক্যাবল অপারেটরদের সাথেই সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে। অনেক কিছু চিন্তা করেই সামনের দিকে এগুচ্ছি। এমন সিদ্ধান্ত নেয়া যাবেনা যাতে সে সিদ্ধান্ত আবার বুমেরাং হয়। ওটিটি প্ল্যাটফর্ম ও আইপি টিভির বিরুদ্ধে বিটিআরসি ব্যবস্থা না নিলে, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউনলিঙ্ক না করতে ক্যাবল অপারেটরদের প্রতি আহ্বান। আমরা বিটিআরসির সাথে কথা বলেছি। ১ মাসের মধ্যে ৭/৬ ধারা বাতিল না করলে, কঠোর কর্মসুচি দেয়া হবে।

দাবিদাবার কথা উল্লেখ্য করে কোয়াব সভাপতি বলেন, আইএসপি সার্ভিসের বিরুদ্ধে বিটিআরসিকে ব্যবস্থা নিতের হবে, ক্যাবল অপারেটর যাতে ব্যবসা করতে পারে সেজর্য ৭/৬ ধারা বাতিল করতে হবে, বিটিভির লাইসেন্স ফি কমাতে হবে, সারা বাংলাদেশের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাইজেশন করতে হবে।

কোয়াবের সিনিয়র সহ-সভাপতি নিজামুদ্দিন মাসুদ বলেন, ৭/৬ ধারা একটা অন্তরায়। ব্যবসাকে টেকনোলজিক্যালি আপডেট করতে হবে। অ্যাপসের বিষয়ে প্রস্তাবনা আছে। কাজ চলছে। নির্বাচন নিয়েও কাজ হচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তন না হলে নির্বাচনের সিদ্ধান্ত চলে আসতো। ৭/৬ ধারায় আছে ক্যাবল অপারেটররা ইন্টারনেটের জন্য লাইসেন্স নিতে পারবেনা।

কোয়াব সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, প্রযুক্তির সাথে নিজেদের পরিবর্তন করতে হবে। ইন্টারনেট আইএসপির এর সাথে আমাদের সংযুক্ত হতে হবে। ৭/৬ ধারার পরিবর্তন করতে হবে। সরকারের স্বদিচ্ছা দরকার, পরিস্থিতি পরিবর্তনে। আইন ভেঙ্গে যেসব ব্রডকাস্টাররা চ্যানেল চালান, তাদের শোধরাতে বলছি। বিটিভির লাইসেন্স ফি কমাতে চেষ্টা চলছে। অবৈধভাবে ফ্রি সোর্সিংয়ে যে চ্যানেল চলছে, তা নিয়ন্ত্রণের ভার বিটিভি ও বিটিআরসির। এখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা নাজুক। আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে, স্থিতিশীল পরিস্থিতির জন্য। অনেকেই দখলদারদের কথা বলেন। কিন্তু, কারা সে দখলে জড়িত তাদের নাম স্পষ্টভাবে বলছেনা। বাড়তি ফি দিয়ে বিটিভির লাইসেন্স রিনিউ কেউ করবেননা। সকল ক্যাবল অপারেটরদের প্রতি আহ্বান। যত পাইরেসি হচ্ছে তার দায় বিটিআরসির। দায়িত্ব পালন করতে না পারলে, বিটিআরসির প্রধানকে পদত্যাগের আহ্বান।

মোশাররফ আলী চঞ্চল বলেন, ক্যাবল অপারেটররা ইদানীং গ্রাহক হারাচ্ছে। দিনদিন ব্যবসা খারাপ হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখার সুযোগ থাকায় এই অবস্থার আরও অবনতি হচ্ছে। বর্তমানে ক্যাবল অপারেটরদের দিশেহারা অবস্থা। আমরা কোয়াব নেতৃত্বের কাছে দিকনির্দেশনা চাইছি। ইন্টারনেটের যুগে আমাদের পদ্ধতির কারণে এই অবস্থা। আইনগুলোর কারণেই আমাদের আজ দুরাবস্থা।ইন্টারনেটের যুগে ক্যাবল ব্যবসা টিকে থাকবে কিনা সন্দিহান। আন্দোলন সংগ্রাম ছাড়া মনে হয়না আমরা আমাদের অবস্থা টিকিয়ে রাখতে পারবো। সামগ্রিক বিষয়ের জন্য কোয়াবের আরও দায়িত্বশীল ভুমিকা রাখার আহ্বান। আমরা নেটওয়ার্কের আধুনিকায়ন, টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলিনি। তাই আজ এই অবস্থা। টেকনোলজিকে অবহেলা করে আর ক্ষতি না হোক। কোয়াব ব্যবস্থা নিক। আমরা কেন নিজেরা আধুনিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবোনা? ডিস্ট্রিবিউশন হাউসে টাকা দেয়া বন্ধ করবো কিনা বলে যাবেন। নয়তো পরবর্তীতে কাউকে ডেকে পাবেননা। বিটিভির লাইসেন্সধারী ক্যাবল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষনার ব্যাপারে তৎপর হতে হবে।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, সমস্যাগুলি দীর্ঘদিনের। প্রান্তিক কেবল অপারেটরদের দিকে তাকিয়ে বিটিভির লাইসেন্স ফি কমাতে দ্রুত ব্যবস্থা নিতে বর্তমান কোয়াব কমিটির প্রতি আহ্বান। যার যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। কনস্টিটিউশন যুগোপযোগী করা দরকার। ব্যবসা নাই ব্যবসা নাই বলি, আইপি টিভিগুলো যেগুলো বন্ধ করা হয়েছিলো, সেগুলো আবার চালু হলো কি করে! জানা দরকার। পে চ্যানেল ডিস্ট্রিবিউটর কিংবা ব্রডকাস্টারগুলো যারা অন্য মাধ্যমে চ্যানেল চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।

ক্যাবল অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব)এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি নিজামুদ্দিন মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল আলম শামীম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন, সহ-সংগঠনিক সম্পাদক সেলিম সারোয়ার, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রধান উপদেষ্টা এসএম আনোয়ার পারভেজ ও সকল কার্যকরী কমিটির সদস্য বৃন্দ। বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে