রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ সংবাদদাতা।। “বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পার্ট শিল্পের বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা বনার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মার্চ) সকাল ১০ টায় সারাদেশের ন্যায় জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণানয় এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে জাতীয় পাট দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে পরে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় তিনি বলেন,পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখ্যান করে পাটের ওপর নির্ভরশীল ও পাটজাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার মৃতপ্রায় পাটের হারানো সোনালি ঐতিহ্য ফিরিয়ে এনেছে। পাট এখন পরিবেশবান্ধব বহুমুখী পণ্যের উপাদান। বাংলার পাট এক অন্য রকমের গৌরব। সময়ের পরিক্রমায় ‘বাংলার পাট বিশ্বমাত’- এটাই এখন বাস্তব। তিনি বলেন, বিশ্বখ্যাত সোনালি আঁশ পাট ও পাটজাত দ্রব্যই ছিল এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশের স্বার্থে পাট ও বস্ত্রকলসমূহ জাতীয়করণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এ ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। কালের পরিক্রমায় তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৃতপ্রায় পাটের হারানো সোনালি ঐহিত্য ফিরিয়ে আনা হয়েছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ মুখ্য পাট অধিদপ্তরের কর্মকতা তারানা আফরোজ, তিনি বলেন, বিদেশেও পাটজাত দ্রব্যের কদর বেড়েছে। সরকার পাটচাষে যেমন প্রণোদনা দিচ্ছে, তেমনই দিচ্ছে পাট শিল্পে। এ শিল্পকে রক্ষা করার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে অবদান রাখতে হবে। সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক তন্তু হিসেবে সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে নানা আয়োজনে জাতীয় পাট দিবস উদযাপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকতা আখতারুজ্জামান খান,এছাড়াও উপস্থিতি মধ্যে বক্তব্য রাখেন মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, প্রমুখ, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আর আর জুট মিলের ম্যানেজার রমজান আলী।