জাতিসংঘ ঘোষিত দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার (এসডিজি) দশটি বিষয়ে উদ্ভাবনী ধারণা দিয়ে বিজয়ী হয়েছে দশটি দল।দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত জাতীয় হ্যাকাথন ২০১৬ থেকে বেরিয়ে এসেছে বেশকিছু উদ্ভাবনী প্রকল্প। প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। তারা কাজ করেছে কৃষিতে উৎপাদন নিয়ে।

এছাড়াও নবজাতক ও শিশু নিয়ে কাজ করে বিজয়ী হয়েছে অ্যাপসোল নামের একটি দল। টিম ফেলোশিপ সড়ক দুর্ঘটনা, বুয়েট এক্সন শিক্ষায় মানসম্মত শিক্ষক, কোড ব্রেকার নারীর বিরুদ্ধে সহিংসতা, টেকনো লাইফ জ্বালানি সক্ষমতা, গ্রাফিক পিপল শহরের পরিবেশ, ড্রয়েড ডিগার টেকসই পর্যটন, কোড ব্রেকার সামুদ্রিক সম্পদ এবং টিম হেয়াক্সন দুর্নীতি নিয়ে সমাধান দিয়ে সেরা দশের মধ্যে স্থান করে নিযেছে।

চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার ছাড়াও মোবাইল অপারেটর বাংলালিংক ও ফেইসবুকের পক্ষ থেকে জিতে নিয়েছে পুরস্কার।নগদ পুরস্কার ছাড়াও নির্বাচিত দশটি উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে বিজয়ীদের সহায়তা দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মোবাইল অপারেটর বাংলালিংক ও ফেইসবুক।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ হয় এবারের হ্যাকাথন। পরে সেগুলো থেকে যাচাই-বাছাই করে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে শুরু হয় টানা ৩৬ ঘণ্টার এই প্রোগ্রামিং প্রতিযোগিতা। তবে শুরু থেকেই ইন্টারনেট সংযোগ না থাকাসহ নানা অব্যবস্থাপনায় কিছুটা হতাশ হয়েছেন অংশগ্রহণকারীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে